নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধিরগঞ্জ থানার ১,২ ও ৩ নং ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে যাচাই করাসহ বিবিধ আলোচনা করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী শাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান (বিএসসি)।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভুইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী হাজি জহিরুল হক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাস্টার, ১ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী আরাফাত রহমান বাবু প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ