বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে বরিশালে পৃথক ৩টি মানববন্ধন করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মহানগর বিএনপির মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।
একই সময়ে জেলখানা মোড়ে জেলা (উত্তর) বিএনপি’র মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও সাবেক সিটি মেয়র মজিবর রহমান সরোয়ার। অপরদিকে ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় জেলা (দক্ষিণ) বিএনপির মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সদর রোডের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন, সংবিধান তারা কাটাছেঁড়া করেছে। সংবিধান যে কেউ কাটাছেঁড়া করতে পারে না। সংবিধান মানুষ দ্বারা রচিত হয়। সংবিধান সেভাবে রচনা করা যাবে, যাতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা ক্ষমতায় থাকার জন্য একটা সংবিধান তৈরি করেছে। সেই সংবিধান জনগণ মানেন না।
জেলখানা মোড়ে উত্তর জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে জনগণের মধ্যে নাভিশ্বাস উঠেছে। এর উপর দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোয় দেশের মানুষ অস্থিরতার মধ্যে বসবাস করছে। দেশের মানুষ শান্তি চায়। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অপরদিকে ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিলকিস জাহান শিরিন বেগম জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরকার পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতা দেওয়ান আবদুর রশীদের নেতৃত্বে মিছিলটি ফকিরবাড়ি রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির পৃথক মানববন্ধন এবং গণতন্ত্র মঞ্চের মিছিল উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। প্রধান প্রধান সড়কে মানববন্ধন আর মিছিলের কারণে ব্যাপক যানজটে নাকাল হয় চলাচলকারীরা।
বিডি প্রতিদিন/এমআই