রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম প্রীতি রানী (৩৫)।
তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রীতি রানীকে ঢামেকে নিয়ে আসা রতন এ তথ্য জানান। তিনি জানান, নিহতের বাসা যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গা প্রেস এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ