বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, বিদেশি প্রভুদের ইশারায় এই সরকার বিচার বিভাগসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত। বাজারে দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো ছুটছে। তাকে নিয়ন্ত্রণের ক্ষমতা এই সরকারের নেই। জনমনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। তারা চায় পরিবর্তন।
শনিবার (১১ মার্চ) তিনি খুলনায় গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত বিএনপির মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তৃতা করেন জেলার আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, শেখ আবু হোসেন বাবু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী।
বিডি প্রতিদিন/হিমেল