আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিরোধ, অবৈধ মজুতদার, কালোবাজারী, মূল্য সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট ও ইফতারে ভাজা পোড়া বাদ দিয়ে খিচুরি খাওয়ার দাবিতে বাজার ভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে।
আজ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপের উদ্যোগে নগরীর কাজীর দেউরী বাজারে গণঅবস্থান ও বাজারভিত্তিক প্রচারণা শুভ সূচনা করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি আবদুর রাজ্জাক, ক্যাব মহানগরের সহ-সভাপতি হাজী আবু তাহের, বিশিষ্ঠ লেখক ড. মাসুম চৌধুরী, ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিশিষ্ঠ কলামিস্ট মুসা খান, ক্যাব পাঁচলাইশের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাট থানার শাহীন চৌধুরী, ক্যাব জামালখানের সভাপতি সালাহউদ্দীন আহমদ, নবুয়ত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব মহানগরের যুব সম্পাদক রেবা বড়ুয়া, ক্যাব কর্নেলহাট থানার সাধারণ সম্পাদক দিদার প্রধান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, ক্যাব বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্ঠা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ক্যাব পাথারঘাটা ওয়ার্ড সভাপতি সায়েরা বেগম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সাকিলুর রহমান, মিনা আকতার, জান্নাতুন নিশি, আমজাদুল হক আয়েজ, ইমদাদুল ইসলাম, রাসেল উদ্দীন, করিমুল ইসলাম, আবুল কালাম, সাঈদ, ইব্রাহিম ফারুক, নিশিতা নিশি, অহিদুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলে, দেশে ইফতারে প্লেট ভর্তি ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি ও মুড়ি ছাড়া হয় না। কিন্তু রোজাদারের স্বাস্থ্যের পক্ষে এসব খাবার কতটুকু উপকারি? স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর সন্ধ্যায় ইফতারিতে ভাজাপোড়া খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ডায়েবেটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত রোগীদের অবশ্যই সাহরি ও ইফতারিতে দুধ, ওটস এবং বাদামের মতো হালকা খাবার খাওয়া উচিত। ভাজাপোড়া ও মিষ্টান্ন জাতীয় খাবার শরীরে ক্যালরির মাত্রা বাড়িয়ে দেয়। তাই যেসব খাবারে তেল ও শর্করাজাতীয় উপাদান থাকে সেসব খাবার পরিহার করাই শ্রেয়। একইভাবে উচ্চ রক্তচাপের রোগীদেরও ভাজাপোড়া খাবার খাওয়া উচিত নয়। বিকল্প হিসাবে খিচুরিও শরীরের জন্য ফলদায়ক বলে মত প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, সাধারণ জনগনের দুঃখ দুুুর্দশা লাগবে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক হলেও তার অধিনস্তদের আন্তরিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সে কারণে ১ কোটি পরিবারের জন্য টিসিবির রেশন কার্ড প্রদান, টিসিবির ট্রাক সেল, ওএমএস ও ১০ টাকায় চাল বিক্রির মতো জনহিতকর কর্মসূচি সফল করতে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। রমজানকে সামনে রেখে দাম বাড়েনি এমন পণ্যের তালিকা খুঁজে পাওয়া কঠিন। এ অবস্থায় গুটিকয়েক অসাধু ব্যবসায়ীদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জনের আহ্বান জানান।
উল্লেখ্য, ক্যাব চট্টগ্রামের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ২২টি বাজারে পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিরোধ, অবৈধ মজুতদার, কালোবাজারী, মূল্য সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট ও ইফতারে ভাজা পোড়া বাদ দিয়ে খিচুরি খাওয়ার দাবিতে বাজার ভিত্তিক প্রচারণা কর্মসূচি পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত