৩০ মার্চ, ২০২৩ ০২:১৩

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খান। 

বুধবার শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারী কলেজ-২ শাখার উপ-সচিব কাজি মো. আবদুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বদল/পদায়ন করা হলো। চেয়ারম্যান নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন, তবে পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর