প্রতারণার মাধ্যমে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়া বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বরিশালের মুলাদী থানা পুলিশ। সোমবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, বিকাশ প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে মুঠোফোনের পিন নম্বর নিয়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মুলাদী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার সোমবার ঢাকার হাজারীবাগ এলাকা থেকে মাদারীপুরের শিবচর এলাকার শাহাদাত হোসেন মাতুব্বরকে (৩২) পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাহাদাত দির্ঘদিন ধরে বিকাশ প্রতারণার মাধ্যমে উপবৃত্তির টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। বিকাশ প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ