বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন মো. এমদাদুল নামের এক ব্যক্তি। নিহত মো. এমদাদুল হক (৩৫) নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি হবিগঞ্জের দুদক কার্যালয়ের প্রধান করণিক (হেড ক্লার্ক) পদে কর্মরত ছিলেন।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মো. এমদাদুল। শনিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের এসআই ফায়েজ আহমেদ। ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক ছিলেন তিনি। দুদকের প্রধান করণিক এমদাদুল ছিলেন নিহত এসআইয়ের মামাতো ভাই। শনিবার বিকেলে দুইজন মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিকেল ৪টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকার গ্রামীণ চক্ষু হসপিটালের সামনে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় দ্রুতগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই এসআই ফায়েজ আহমেদ মারা যান। নিহত এসআই ফায়েজ আহমেদ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ