বরিশাল নগরীর কাশীপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহানগর কৃষক দলের আহবায়ক জিয়াউল হাসান শামীম নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল মহাসড়কের কাশীপুর সুরভী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শামীম মোটর সাইকেল যোগে কাশীপুর বরিশাল নগরীর দিকে যাচ্ছিলো। সুরভী ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে শামীমের মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শামীম গুরুতর আহত হলে তাকে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শামীমের মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা।
শামীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব মীর জাহিদুল কবির।
বিডি প্রতিদিন/এএ