রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় মো. সদরুল হক (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত সদরুল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) খিলগাঁও জোনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ঘাতক বাস এবং ওই বাসের চালক পুলিশ হেফাজতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ