গত ২২ এপ্রিল ঈদের দিন বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রূপাতলী এলাকায় বাসের চাপায় পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তার বন্ধু এক দুদক কর্মকর্তা নিহতের প্রতিবাদে এবং ঘাতক বাসের চালক ও হেলপারের কঠোর বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে তাদের বন্ধু-সহপাঠী ও স্বজনরা। বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ব্রজমোহন কলেজের ইংলিশ এলামনাই এসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএম কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নিহতদের বন্ধু তরিকুল ইসলাম ও নিহত উপ-পরিদর্শক ফায়েজের বাবাসহ অন্যরা।
বক্তারা বলেন, সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এসআই মো. ফয়েজ এবং তার বন্ধু মোটরসাইকেল আরোহী গত ২২ এপ্রিল নগরীর রূপাতলী এলাকায় বাসের চাপায় নিহত হয়। বাসের চালক ও হেলপার মাদকসেবনরত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। তারা অভিযুক্ত বাস চালক ও হেলপাড়কে গ্রেফতার করে কঠোর বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ