রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা মারা গেছেন। তার নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপীবাগ জর্জ গলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যে প্রাইভেট কারের ধাক্কায় ওই নারী প্রথমে আহত হয়েছিলেন সেটির মালিক হোসাইন অনু তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
দোকান ব্যবসায়ী হোসাইন অনু হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি নিজেই প্রাইভেটকার চালাচ্ছিলেন। জর্জ গলি এলাকায় নিজের বাসার সামনে গাড়ি পার্কিংয়ের সময় রাস্তায় বসে থাকা অবস্থায় ওই নারী তার গাড়ির সঙ্গে ধাক্কা খেলে মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যান। যতটুকু জানা গেছে ওই নারী এলাকায় ভিক্ষা করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, জর্জ গলি এলাকায় একটি দুর্ঘটনার সংবাদে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ