রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় পাশে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সাব্বির খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রাজীব (২৪) নামের আরেক যুবক।
বৃহস্পতিবার পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা রাত একটার দিকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরের বাবার নাম নাজিম উদ্দিন খান। যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়া বটগাছিয়া বাড়ি এলাকায় থাকতেন তিনি। কনস্ট্রাকশনের মালামাল সরবরাহের ব্যবসা সাব্বির।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, মধ্যরাতে কুতুবখালী টোলপ্লাজায় বাস ধাক্কায় এক যুবক নিহত হয় এবং এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তার বন্ধু সামান্য আহত হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং তার চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন