স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক দপ্তর কার্যালয় চত্ত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির নেতা মাওলানা সালেক আকনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাঃ বসির উল্লাহ আতহারী।
প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান, মুহাম্মদ শাহ্ জালাল হাওলাদার, মাওলানা মো. ফিরোজ হাওলাদার, মাওলানা মো. শহিদুল ইসলাম, মাওলানা মো. মোসাদ্দেক বিল্লাহ (সাইফি), মাওলানা মো. বেল্লাল হোসেন ও মাওলানা মো. কাওছার হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা৩৯ বছর ধরে মানবিক জীবনযাপন করছেন। অনেক শিক্ষক বেতন ভাতা প্রাপ্তির পূর্বে মৃত্যুবরণ করেছেন। অনেক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন সমিতির নেতারা।
বিডি প্রতিদিন/এএ