বরিশালসহ ৫ সিটি নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনের রিহার্সেল উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, এই নির্বাচন শুধু সিটি নির্বাচন নয়। এই নির্বাচন শুধু খোকন সেরনিয়াবাতের নির্বাচন নয়। এই নির্বাচন জাতীয় নির্বাচনের রিহের্সেল।
শুক্রবার সার্কিট হাউজের সামনে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা এ কথা বলেন। তিনি আরো বলেন, এই ‘রিহের্সেলের’ মধ্য দিয়ে প্রমাণিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে এই দেশ শাসন করবেন কি করবেন না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না। সেটা প্রমাণ করার জন্য সিটি নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুখ থুবড়ে পড়া বরিশালকে আধুনিকায়ন করতে চাইলে নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বরিশালে উন্নয়নের ধারা ব্যাহত হয়েছিলো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন মেয়রকে সাথে নিয়ে আমরা কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, আমরা ওয়ার্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবে।
নেতাকর্মীদের ঐক্যব্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশনা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
অনুষ্ঠানে নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়বাত বলেন, নৌকা বিজয়ী হলে বরিশাল নগরীকে তিলোত্তিমা নগরীতে পরিণত করা হবে। সিটি করপোরশেনে অতীতের সকল অনিয়ম দূর করে নিয়ম মেনে কাজ করা হবে।
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সঞ্চালনায় নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বরিশাল সিটিতে আওয়ামী লীগ প্রার্থী খোকন সেরনিয়বাতের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
এর আগে বিকেলে বরিশাল প্রেসক্লাবে ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের উদ্যোগে নানাবিধ সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজে অবদান রাখায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে মহাত্মাগান্ধী আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জাপা প্রার্থী তাপস বলেন, মানুষের মনে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় কাটেনি। আদৌ সুষ্ঠু ভোট হবে না তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। মানুষের সংশয় কাটাতে সিটি নির্বাচনে সেনা মোতায়েন সহ ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করার দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল