নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।
এর আগে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো. মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।
এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, আজ সকালের দিকে তারা মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই আমাদের হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর পরই ঘাতক অজ্ঞাত গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন