পরিবেশ ও সামাজিক খাতে বিশেষ অবদান রাখার জন্য গ্রিন লিডারস অ্যাওয়ার্ড পেলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
ওমেন্স ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস অব বাংলাদেশের আয়োজনে গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে ‘গ্রিন ফেস্ট ২০২৩’ অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচজনকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, থিংক ট্যাংক কমিউনিটি ফর ক্লাইমেট চেঞ্জের সদস্য দিলরুবা আহমেদ ও ইনতেখাব মাহমুদ।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন তার জ্যেষ্ঠপুত্র ও রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন ওমেন্স ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস অব বাংলাদেশের সভাপতি মেহরীন মাহমুদ।
এ সময় মাহির আলী খাঁন ওমেন্স ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং তাদের এ উদ্যোগকে অব্যাহত রাখার পরামর্শ দেন।
বিডি-প্রতিদিন/বাজিত