কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।
সোমবার বিকেলে শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম ও সুরুজ আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. মাজহারুল আলম, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মো. মজিবুর রহমান, মীর হালিমুজ্জামান ননী, ডা. শফিকুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবীর মাস্টার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, অ্যাডভোকেট হেলাল উদ্দিন খান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মনিরুল ইসলাম মনির, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর প্রমুখ।
নেতৃবৃন্দ ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচির ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারসহ গ্রেফতার সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই