রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে গত বছরের চেয়ে অনুপস্থিতির হার অনেক কমেছে। গত বছর বাংলা প্রথম পত্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হজার ৮১৮ জন। এবার তা কমে দাঁড়িয়েছে ৭৩৩ জনে।
গত বছর অনুপস্থিতির গড় হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। এবার তা কমে শূন্য দশমিক ৭৩ শতাংশে দাঁড়িয়েছে। এই বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৬৯৭ জন। এর মধ্যে বৃহস্পতিবার পরীক্ষায় উপস্থিত ছিল ৯৯ হাজার ৯৬৪ জন। মোট ২০৫টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বেশি অনুপস্থিত রংপুর জেলায় এবং সবচেয়ে কম অনুপস্থিতি লালমনিরহাট জেলায়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুন উর রশিদ মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, রংপুরে ৪১টি কেন্দ্রে ২২ হাজার ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২২ হাজার ১৫০ জন। অনুপস্থিত ১৫১ জন।
গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৪৪৯ জনের মধ্যে উপস্থিত ছিল ১৪ হাজার ৩৬৫, নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৯৬ জনের মধ্যে ১১ হাজার ৯৭৬ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ১১ হাজার ১২ জনের মধ্যে ১০ হাজার ৯০৭ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৬ হাজার ৩৪৩ জনের মধ্যে ৬ হাজার ৩০২ জন, দিনাজপুরের ৪৩টি কেন্দ্রে ১৯ হাজার ৫৯৬ জনের মধ্যে ১৯ হাজার ৪৭৫ জন, ঠাকুরগাঁওয়ে ২০টি কেন্দ্রে ৮ হাজার ৮৬১ জনের মধ্যে ৮ হাজার ৭৯৮ জন এবং পঞ্চগড়ের ১২টি কেন্দ্রে ৬ হাজার ৯ জনের মধ্যে ৫ হাজার ৯৯১ জন উপস্থিত ছিল।
কোথাও কোন বহিষ্কার অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণে বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র কমিটির সাথে সভা করা হয়েছে। পরীক্ষা চলাকালে ঝটিকা ভিজিলেন্স টিম বিভাগের ৮ জেলায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছে। এছাড়া শিক্ষাবোর্ডের বিশেষ ভিজিলেন্স টিম কাজ করছে বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত