বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের একটি বহুতল ভবনের ৫ম তলার ফ্লাটে এ ঘটনা ঘটে। শুক্রবার মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত যুবকের নাম শ্রীরূপ সিকদার (৩৪)। তিনি জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের চর বাগদিয়া গ্রামের গোকুল সিকদারের ছেলে। বরিশাল নগরীর একটি ওষুধ কোম্পানিতে চাকুরীর সুবাদে রূপাতলীর ওই ফ্লাটে ভাড়া থাকতেন তিনি।
নিহতের স্বজনদের উদ্বৃতি দিয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, শ্রীরূপ সিকদারের সঙ্গে তার প্রেমিকের মনোমালিন্য চলছিল। গত বৃহস্পতিবার রাতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে শ্রীরূপ আত্মহত্যার প্রস্তুতি নেয়। এ সময় প্রেমিকা শ্রীরূপের এক ভাবিকে ফোনে বিষয়টি জানায়। রাতেই ওই ভাবি শ্রীরূপের এক সহকর্মীকে বিষয়টি অবহিত করে। ওই সহকর্মী শ্রীরূপের বাসায় গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রীরূপের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/এএ