রংপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার ৮ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে রংপুর নগরীর মর্ডাণ মোড়ের রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এলাকার শত শত নারী-পুরুষ। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন হামলার শিকার যুবলীগ নেতা’র বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, বাবু রায়, ওহিদুল ইসলাম লিটন মিয়াসহ অন্যরা।
নগরীর মর্ডাণ মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোখতারুল ইসলাম বাবু’র সাথে ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলনের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১০ আগস্ট রাতে মর্ডাণের একটি চায়ের দোকানে বাবু’র উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। স্থানীয়রা বাবুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
এ সময় বক্তারা বলেন, আসামিরা পুলিশকে ম্যানেজ করে চলছে। তাই তথ্য প্রযুক্তির এ যুগে ঘটনার ৮ দিনেও আসামিদের গ্রেফতার করেনি তারা। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে এলাকাবাসী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ ব্যাপারে তাজহাট থানার ওসি হোসেন আলী বলেন, আসামিদের ধরতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/হিমেল