যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, আন্দোলন ও নির্বাচন দুই জায়গাতেই পরাজিত হবে বিএনপি-জামায়াত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজপথে শক্ত অবস্থান এবং ব্যালটের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে বাংলাদেশের জনগণ। আজ ঢাকা-১৪ আসনের ১১ নং ওয়ার্ডের কল্যাণপুরের পিছিয়ে পড়া এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এবং ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত যদি রাজপথে নাশকতা করার চেষ্টা করে তবে তাদেরকে প্রতিহত করা হবে এবং আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জামায়াত বিএনপিকে রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
কল্যাণপুর কেন্দ্রীয় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, মাহবুবুর রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ২ নং রোড দক্ষিণ কল্যাণপুর সমাজকল্যাণ সমিতির সভাপতি, আকরাম উদ্দিন, মিরপুর থানা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আয়নামতি, ১১ নং ওয়ার্ড ১০ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মজিদ দেওয়ান, সাধারণ সম্পাদক মনির খান, ২২ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি, মোঃ শাহাবুদ্দিন, ২০ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্জুর মোর্শেদ , ১৭ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাচ্চু মিয়া, ১ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, ১ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান আসাদ, ১১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রোশন সিরাজ, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিয়াউল হাসান জিয়া, সাধারণ সম্পাদক , এস এম কিবরিয়া পিয়াস , যুব মহিলা লীগের সভাপতি মিতু আক্তার।
বিডি প্রতিদিন/এএ