প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের এক দফা দাবিতে বরিশালে পৃথক পদযাত্রা করেছে বিএনপি।
মহানগর ও জেলা (উত্তর) বিএনপি সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে চাঁদমারী পর্যন্ত এবং জেলা (দক্ষিণ) বিএনপি সাগরদী থেকে সদর রোডের দলীয় কার্যালয় চত্বর পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিএনপির পৃথক পদযাত্রার কারণে নগরীর প্রধান প্রধান সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা (দক্ষিণ) বিএনপি নগরীর সাগরদী মাদ্রাসা চত্বর থেকে একটি পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য এবায়দুল হক চাঁন ও আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহিন ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন।
এদিকে, একই সময় মহানগর ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি পদযাত্রা শুরু করে। সদর রোড, ফজলুল হক এভিনিউ ও বান্দ রোড হয়ে পদযাত্রাটি চাঁদমারী গিয়ে শেষ হয়।
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবাউদ্দিন ফরহাদ, মহানগরীর সদস্য সচিব মীর জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ এবং সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
দুটি পদযাত্রা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেয়া হয়। পৃথক সমাবেশে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে একটি নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান বক্তারা।
বিএনপির পদযাত্রার সামনে পেছনে পুলিশ বেস্টনীর পাশাপাশি সদর রোড সহ প্রধান প্রধান সড়কে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে, বিএনপির পৃথক পদযাত্রার কারণে নগরীর প্রধান প্রধান সড়কে দিনের প্রথমভাগে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।
বিডি-প্রতিদিন/বাজিত