রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকায় একটি বাসের ধাক্কায় মো. সুমন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি অন্য একটি বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। নিহত সুমন রাজধানীর মুগদা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর জেলায়। সুমনের বাবার নাম মো. সায়েদ মিয়া।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক