বরিশালে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় টিম লিডার মনির আলম চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি।
আমন্ত্রিত অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন ও উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। সভায় বক্তারা চলমান সরকারবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এর আগে সদর রোড থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই