নিখোঁজের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার ছাত্রদলের দুই নেতার অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে পৃথকভাবে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া দুজন হলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লাহ (৩০)।
এ ছাড়া অন্য বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২)।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের গুলশান জোনের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান ছাত্রদলের এই ছয়জনকে আদালতে হাজির করেন। এর মধ্যে জিসান ও আরিফকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেফতার দেখানোসহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী বলেন, মামলার এজাহারে যেভাবে উল্লেখ করা হয়েছে, সেভাবেই আমরা তাদের গ্রেফতার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিয়েছি। তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে দুইটি পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেন তারা।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন