মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন ওরফে জনিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় র্যাব-২ ও র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেন ওরফে জনি একজন পেশাদার মাদক কারবারি। গত ২৭ ফেব্রুয়ারি ২০১০ সালে মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি।
পরে আসামি বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসামি ৩ দিন জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক জীবনযাপন করছিলেন।
অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বিডি প্রতিদিন/এএ