শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
বরিশাল সিটি করপোরেশনে বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অনলাইন ভার্সন

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪৪২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৩৮৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন তিনি। একই সঙ্গে ২০২২-২০২৩ অর্থবছরে ৪১৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ১৭১ কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ২৮১ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন মেয়র।
ঘোষিত বাজেটে নগর উন্নয়ন খাতে সর্বোচ্চ ১১৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেট বরাদ্দের ২৭.৪৭ ভাগ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন খাতে ৯৭ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮৮৩ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ সম্মানী ও বেতন ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় দেখানো হয়েছে ৬৭ কোটি ২ লাখ টাকা। সরকারি থোক ও বিশেষ থোক বাবদ আয় দেখানো হয়েছে ৩৬ কোটি ৫০ লাখ টাকা।
এছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ২৪৬ কোটি ৪ লাখ ৭৬ হাজার ৭৯৬ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেট বইয়ে বিদায়ী মেয়রের ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়। এটি বর্তমান পরিষদের শেষ বাজেট।
বাজেট বক্তৃতায় বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, নগরীর সব খাল দখলমুক্ত করে খনন ও সৌন্দর্য বর্ধন, রাস্তাঘাটের উন্নয়নসহ নগরীর সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি বড় প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া ছিলো। সরকার প্রকল্প অনুমোদন না দেয়ায় এই উন্নয়ন করা সম্ভব হয়নি। তবে সাধ্যের সবটুকু দিয়ে বর্জ্য বস্থাপনাসহ, সিটি করপোরেশনের সব সম্পদের তালিকা করা এবং সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করেছেন। সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করবে জনগণ। সিটি করপোরেশনে বেসরকারি অডিট কার্যক্রম আগামীতে চালু রাখতে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ সময় সিসিসির সচিব মাছুমা খাতুন, প্যানেল মেয়র-১ গাজী নাঈমুল হোসেন লিটু ও প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর