রাজধানীর মিরপুর-১ নম্বরে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন মুক্তা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের ছেলে হোসাইন। অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।
জানা গেছে, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকাসহ মিরপুরও পানিতে ডুবে যায়। পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তা বিদ্যুতায়িত হয়ে ওই চারজনের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশু, একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন আহত হন। সবাইকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
বিডি প্রতিদিন/এমআই