২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫০

টেকসই উন্নয়নে অপ্রাতিষ্ঠানিক খাতের অবদান ও নারীর অংশগ্রহণ : প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

টেকসই উন্নয়নে অপ্রাতিষ্ঠানিক খাতের অবদান ও নারীর অংশগ্রহণ : প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক সভা

টেকসই উন্নয়নে অপ্রাতিষ্ঠানিক খাতের অবদান ও নারীর অংশগ্রহণ : প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।

সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসিডি’র নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার। সভাপতির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ড. ইলিয়াস হোসেন, অক্সফাম ইন বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর তারেক আজিজ অক্সফামের পক্ষে বক্তব্য রাখেন।

অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র পক্ষে গৃহকর্মে নিয়োজিত নারী কর্মীদের অবস্থান নিরূপণ’ সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ।

সিভিল সোসাইটি অ্যাক্টরস ইন বাংলাদেশ (ইডব্লিউসিএসএ)-এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের অধীনে রাজশাহীতে অনানুষ্ঠানিক পেশায় কর্মরত নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য নারী আন্দোলনকে শক্তিশালী করার এসিডি অগ্রগতির চিত্র তুলে ধরেন এসিডি প্রোগ্রাম ডিরেক্টর শারমিন সুবরিনা। এসময় অপ্রাতিষ্ঠানিক খাতের নারী গৃহকর্মী মোসা. সাথী ও মো. আসমা তাদের নিজ অবস্থান থেকে বক্তব্য তুলে ধরেন।

সুব্রত পালের সঞ্চালনায় অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিম জোহরা হাবিব, অধ্যাপক রবিউল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক  ফারহাত তাসনিম, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী প্রমুখ। রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮, ১৯, ২৪ এবং ২৮ নম্বর ওয়ার্ডে প্রকল্প কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর