৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৯

'ছাত্র ঐক্য ঘোষিত কর্মসূচিতে মাঠে থাকবে গণতান্ত্রিক ছাত্রদল'

নিজস্ব প্রতিবেদক

'ছাত্র ঐক্য ঘোষিত কর্মসূচিতে মাঠে থাকবে গণতান্ত্রিক ছাত্রদল'

মেহেদী হাসান মাহবুব

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান মাহবুব বলেছেন, আমাদের দেশের মানুষের ওপরে দুঃশাসন চেপে বসে আছে। এই দুঃশাসনের অবসান ঘটাতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য ঘোষিত সকল কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক ছাত্রদল। 

শনিবার সকালে রাজধানীর পূর্ব পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক ছাত্রদল আয়োজিত এক সভায় এ সব কথা বলেন তিনি। 

গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাদের বিরুদ্ধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম করবো।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর