বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শোষকদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন করেছেন। তিনি সোনার বাংলা উপহার দিয়ে গেছে। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন।
সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমান্ডের মিলন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র সাদিক বর্তমান সরকারের আমলে যাবতীয় উন্নয়ন কাজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে প্রচারের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আগামী জাতীয় নির্বাচনে বরিশাল সদর আসনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগের জন্য নেতাকর্মীদের নির্দেশদেনা দেন মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ।
মহানগর মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্নার সভাপতিত্বে ও সদস্য সচিব এহসান রাব্বীর সঞ্চলনায় মিলন উৎসবে প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক হাসান মাহমুদ বাবু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা প্রদিপ কুমার ঘোষ পুতুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং মেয়রের সহধর্মীনি লিপি আবদুুল্লাহ।
বিডি প্রতিদিন/হিমেল