বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ মহি ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংকস এসোসিয়েশনের (আইসিবিএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত আইসিবিএ এর কর্মকর্তা নির্বাচনে মহিউদ্দিন মহি ভাইস প্রেসিডেন্ট নিবাচিত হন।
উল্লেখ্য, ২০১৯ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত আইসিবিএ এর নির্বাচনে তিনি বোর্ড মেম্বার নির্বাচিত হয়ে সমবায় অঙ্গনে দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অসামান্য অবদান
রেখে চলেছেন।