গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের দুর্নীতি ও অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের সচিব মো. আবদুল হান্নান স্বাক্ষরিত অফিস আদেশে ওই কমিটি গঠন করা হয়।
৫ সদস্যের এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো; মনিরুজ্জামাকে। এ কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে কে। কমিটির অপর সদস্যগণ হলেন, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে সচিব আবদুল হান্নান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম সভার সিদ্ধান্তের প্রেক্ষিত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে থাকার সময় আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে আনীত রাজস্ব, ডিপিপি বিদ্যুৎ ও অন্যান্য খাতের দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য ওই কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ