ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক নারীর ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এনআইসিইউতে মারা যায় সে। এর আগে বৃহস্পতিবার সকালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে পাঁচ নবজাতকের মধ্যে দুইজনের মৃত্যু হলো।
নবজাতকের বাবা আমির উদ্দিন মামুন বলেন, জন্মের সময় আমার এক মেয়ে মারা যায়। রাতে আমার আরো এক মেয়ে মারা গেছে। তার মরদেহ নরসিংদীর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমি একজন সিএনজিচালক, তাদের এই চিকিৎসার ব্যয় আমি বহন করতে পারছি না। আমি খুব সমস্যায় আছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০ টায় নরমালে পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজি চালকের স্ত্রী মানসুরা বেগম (২২)। এদিন তিনি সকাল ৮টায় প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ