দেশে চায়না দুয়ারী, মশারী জাল, বাঁধা জালসহ অবৈধ জাল উৎপাদন বন্ধের মাধ্যমে মা ইলিশ ও জাটকা রক্ষা করার পাশাপাশি জেলেদের প্রনোদনার চালের সঙ্গে নগদ অর্থ সহায়তার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রতীকি চায়না দুয়ারী জাল ও ইলিশ নিয়ে এই মানববন্ধনের আয়োজন করে জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের শিশু সংগঠন শিশুস্বপ্ন।
সংগঠনের সভাপতি চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক সোহেব তালুকদার, সদস্য দিপঙ্কর মিয়া, আব্দুস ছালাম ও লেখক সাব্বির আহমেদ প্রমুখ। বক্তারা অসহায় জেলেদের জাল পুড়ে ক্ষতিগ্রস্ত না করে অবৈধ জাল উৎপাদন বন্ধের দাবি জানান। একই সঙ্গে সব জেলেকে চাল সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এএ