রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মাতুয়াইল থেকে ইউটার্ন নেওয়া সড়কে শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন অটোরিকশাচালক। আর আহত দুইজন হলেন যাত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।
তিনি জানান, একটি অটোরিকশা উল্টে গেলে ট্রাক সেটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে অটোচালকের মৃত্যু হয়। এছাড়া অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। হতাহত তিনজনের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানার (এসআই) মো. জাহিদুজ্জামান জানান, একটি যানবাহনের চাপায় অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৫০। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ