জাতীয় মজুরী ন্যুনতম ২০ হাজার টাকা নির্ধারণ, সকল শ্রমজীবী মানুষকে রেশন প্রদানসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় নগরীর সদর রোডে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর শ্রমিক দল আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন নেতা একে আজাদ, কেন্দ্রিয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জাতীয় শ্রমিক জোট জেলা আহবায়ক মোসলেম সিকদার, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সংঘের আহবায়ক শেখ আবুল হাসেম, বাংলাদেশ উপকূলীয় মৎস্য শ্রমিক ইউনয়ন উপদেষ্টা ইসরাইল পন্ডিত ও জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা প্রমুখ।
বক্তারা তাদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল