আওয়ামী সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার রাজশাহী জেলা ও মহানগরের আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে অনশন কর্মসূচি অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথি বক্তব্যে মিনু বলেন, এই সরকারের এখন শুধু মাত্র বিদায়ের পালা। এই বিদায় হবে তাদের চিরদিনের জন্য বিদায়। কারণ এই সরকারকে দেশের মানুষ কোনভাবেই সহ্য করতে পারছে না। কিন্তু জনগণকে তারা জিম্মি করে ক্ষমতায় টিকে আছে। এই সরকার সম্পূর্ণ রূপে স্বৈরাচার, ক্ষমতালোভী ও বাকশালী। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সব ধরনের ষড়যন্ত্র শুরু করেছে এ সরকার। দেশ বিদেশে ধর্না দিচ্ছেন। কিন্তু কোনো লাভ হচ্ছে না। সকলে তাদের প্রত্যাখান করেছে।
মিনু আরো বলেন, বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মারাত্মক অসুস্থ। এখনই বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু এই সরকার সেটা না করে তামাসা করছে। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে তার দায় এই সরকারকেই নিতে হবে এবং এর জবাব রাজপথেই দেয়া হবে।
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন এবং প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল