রাজধানীর রায়েরবাগে রাসেল (১৭) নামে এক কারখানার কর্মচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে কদমতলীর রায়েরবাগ হাবিব নগর আবাসিক এলাকার প্রধান সড়কে এই ঘটনা ঘটে। কদমতলী হাবিব নগর আবাসিক এলাকায় অবস্থিত মোনা এন্টারপ্রাইজ নামে একটি কাঠের ভূসির কারখানা কর্মচারী রাসেল। তিনি ভোলা সদর উপজেলার জনতা বাজারের হেলাল সর্দার এর ছেলে।
কারখানার মালিক মোফাজ্জল হোসেন জানান, ওই এলাকায় পাশাপাশি তার দুটি কারখানা। রাসেল রাতে এক কারখানা থেকে অন্য কারখানায় যাচ্ছিলো। তখন সড়কে দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। শরীরে ৫টি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ