বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা ঠেকাতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি, শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে রাজধানীর প্রবেশপথগুলো ছিল ক্ষমতাসীন দলের পাহারায়। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ডেমরা সুলতানা কামাল সেতু, সাইনবোর্ড, বাবুবাজার, আমিনবাজার, আবদুল্লাহপুর-উত্তরা, গাবতলী। এছাড়াও ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দিনভর ছিল মিছিলে মিছিলে মুখরিত।
বুধবার সকাল ৮টা থেকে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে পাহারা বসানো হয়। শুধু তাই নয়, অনেক জায়গায় থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের হাতে হাতে হকিস্টিক ও লাঠি নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এদিন সকাল ৯টা থেকে নেতাকর্মীদের গুলিস্তানে অবস্থান নেয় ঢাকা মহানগর নেতাকর্মীরা।
দুপুরে প্রতিবাদ ও শান্তি মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন কামাল, মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, গোলাম সরোয়ার কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুন্নবী সাগর, সদস্য গিয়াস উদ্দিন পলাশ, কাউন্সিলর আনিসুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেন, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চাই। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাই। জনগণের জানমালের রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।
দলীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান ও শান্তি সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। এসময় সংগঠনের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম. আবদুর রাজ্জাক, আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুল হক টিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।
যুবলীগের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে অংশ নেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, তাজউদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মোরসালিন আহমেদ, হেদায়েতুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ।
একই স্থানে অবস্থান কর্মসূচি ও অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করে যুব মহিলা লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক শারমীন সুলতানা লিলির নেতৃত্বে এতে অংশ নেন সহ-সভাপতি শামীমা আক্তার দোলা, মিতু আক্তার, জেসমিন আক্তার নীপা, কামরুন্নাহার সুমী, সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার পলি, মাসুমা আক্তার পলি,আইনবিষয়ক সম্পাদক পারভিন চাঁদ মিশু, যুব মহিলা কল্যাণবিষয়ক সম্পাদক কাজী তানবিন হক অরিন, সদস্য লাবনী আক্তার সদস্যসহ সহস্রাধিক নেত্রী।
এর আগে যুব মহিলা লীগের নেত্রীরা রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত অবরোধ বিরোধী মিছিল বের করে। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের উদ্যোগে রাজধানীর তেজগাঁয়ে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সরোয়ার, সিনিয়র সহ-সভাপতি জেসমীন শামীমা নিঝুম, সহ-সভাপতি সেলিনা রহমান, সাংগঠনিক সম্পাদক নীলুফার ইয়াসমীন নীলু, সহ-সম্পাদক নিশাদ সাদিয়া খান মিলি, পারুল আক্তার মল্লিক, তন্নি ইসলাম পাখি, পারুল আক্তার, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা রহমান, সদস্য আজিমুন রুমা, নাছিমা লুকমান এবং মহানগরের নেতৃবৃন্দ।
সকাল ১০টায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-০৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। এসময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা এম এ মান্নান, ডেমরা থানা আওয়ামী লীগের সিফাত সাদেকীন চপল, কদমতলী থানা আওয়ামী লীগের শারমিন রহমান কাকলি প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে প্রবেশপথগুলো শক্ত পাহারায় বসানো হয়। মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় অবরোধ মিছিলের নেতৃত্বে দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এসময় সংগঠনের মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, নগর নেতা আবদুস সাত্তার, এমএ মান্নাসহ অন্যরা অংশ নেন।
গাবতলীতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচির নেতৃত্বে শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, মহিলা সম্পাদক সাবিনা আকতার তুহিন, নগর নেতা গিয়াস উদ্দীন, আগা খান মিন্টু এমপি প্রমুখ।
ঢাকা-১৫ আসনের এমপি কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসানের নেতৃত্বে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত এলাকায় অবরোধ বিরোধী মিছিল করা হয়।
যাত্রাবাড়ী চৌরাস্তায় লাঠি ও হকিস্টিক হাতে মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান প্রমুখ।
সকাল ৮টা থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ ডেমরা সুলতানা কামাল সেতুতে কঠোর অবস্থান নিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নেতৃত্বে বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতারা অংশ নেন। তারা বিক্ষোভ মিছিল বের করে। ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে ক্যাম্পাস এলাকায় সতর্ক অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও ঢাকা-১৪ আসনে গাবতলী, বেড়িবাধে যুবলীগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
এসময় বিভিন্ন আসনে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত