রাজধানীর বাড্ডায় মেয়ের ধাক্কায় বাথরুমে পড়ে গিয়ে মারা গেছেন অসুস্থ মা। বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্য বাড্ডা ব্যাপারীপাড়া ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মা'য়ের নাম মাকসুদা বেগম (৬৫)।
বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার কর্মকর্তা মো: আব্দুল কাইয়ুম। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মেয়ে স্মৃতি বেগমকে (২৭) আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ আইনি প্রকৃয়া শেষে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, মৃত মাকসুদা বেগম তার মেয়ের সাথে থাকতেন। তিনি ফুটপাতে চায়ের দোকান করতেন, বেশ কিছু দিন যাবত অসুস্থ ছিলেন। মেয়ে স্মৃতি বেগম তাকে দেখাশুনা করতো। সেও (স্মৃতি বেগম) ফুটপাতে হকারি করে।
প্রাথমিকভাবে জানা গেছে, রাতে বাথরুমে মা মাকসুদাকে পরিস্কার করার সময়ে রাগ হয়ে ধাক্কা দেন মেয়ে। এতে তিনি পরে গিয়ে আহত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের রমজান শেখ ও মাকসুদা বেগম এর মেয়ে সৃতি বেগম। বর্তমানে মধ্য বাড্ডা ব্যাপারীপাড়া ভাড়া বাসায় থাকেন।
বড় ভাই মো: আলী বলেন, আমার ছোট বোন, স্মৃতি'ই মাকে মারধর করে হত্যা করেছে। তার সাথে আরও কয়েকজন ছিল বলে তিনি অভিযোগ করেন। মা তার সাথে থাকতো, মায়ের যত টাকা পয়সা রয়েছে, তার নামিনি তাকে দিয়ে রেখেছেন মা। তিনি বলেন, বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ বলেছে আমরা তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/হিমেল