৩ নভেম্বর, ২০২৩ ২৩:৩৪

জামায়াত কানেকশনে নারী চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জামায়াত কানেকশনে নারী চিকিৎসক আটক

প্রতীকী ছবি

রাজশাহীর প্রসূতী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

শুক্রবার (০৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বিশেষ শাখা-ডিবি ও শাহ মখদুম থানার একদল পুলিশ ফাতেমা সিদ্দিকার বাসায় অভিযান চালায়। চিকিৎসক  ফাতেমার বাসায় জামায়াত শিবিরের একটি গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা সিদ্দিকীর বাসায় বিপুল পরিমাণ ইসলামী বই পাওয়া যায়। তবে সেগুলো জিহাদী বই বা নিষিদ্ধ কোন সংগঠনের বই কিনা সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। যদি কোনও সম্পৃক্ততা পাওয়া যায় তবে আটক দেখানো হবে এই চিকিৎসককে বলে জানিয়েছে পুলিশ।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর