রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রবিবার সকাল ৮টার দিকে মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এরপর তারা মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেন।
পোশাক শ্রমিকদের অবরোধের ফলে প্রধান সড়কসহ আশপাশের সড়কে যানজট দেখা দেয়। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বেশির ভাগ মিরপুরের আশপাশের ১০টি গার্মেন্টসে কর্মরত।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণায় তারা সন্তুষ্ট নন। রবিবার কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন, সবার বেতন সমান হারে বাড়েনি। সরকার ৫৬ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন হয়নি। তবে যারা অভিজ্ঞ শ্রমিক তাদের বেতন বেড়েছে ২০-৩০ শতাংশ। এ কারণে তারা আবারও বিক্ষোভ করছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১৩ এলাকার সড়ক অবরোধ করলেও পরে তারা মিরপুর-১০ নম্বর এলাকায় চলে যান।
বিডি-প্রতিদিন/শফিক