বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো।
আজ রবিবার সকালে নগরীর ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি বেরাইদ থেকে বের হয়ে ভাটারা, বাড্ডা, রামপুরা হয়ে ৪২নং ওয়ার্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন হেদায়েতউল্লাহ রণ, ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
মিছিল পরবর্তী এক পথসভায় ‘সকলকে নিয়ে রাজপথ রাখিব নিরাপদ’ দৃঢ় শপথ ব্যক্ত করেন হেদায়েত উল্লাহ রণ ও ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু।
এসময় কর্মীরা তাদের শপথে একাত্মতা পোষণ করে রাজপথ নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ