সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের ১ দফা দাবিতে বিরোধী দলসমূহের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। রবিবার দুপুরে মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সরকারের পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। আমাদের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা মাঠে থাকবো।
সাধারণ সম্পাদক মো রাশেদ খান বলেন, দলীয় সরকারের অধীনে কোন বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারেনা। সুতরাং আগামীতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম বলেন, জেল-জুলুম দিয়ে জনগণের আন্দোলন কখনও স্তব্ধ করা যাবে না। এই সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে।
মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, রবিউল হাসান ও প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক