নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় নাফ পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ৬ টা-৩৭ মিনিটে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে আগুনের এ ঘটনাটি ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টায় এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আগুনস্থলে শত শত লোকজনের আনাগোনা। কিভাবে মিনিবাসটিতে আগুন লেগেছে অথবা কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি জেনে পরে বিস্তারিত জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্কিং করা ছিল। সন্ধ্যা নাগাদ হঠাৎ করে আগুনের ঘটনা ঘটলে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তার ঘটনাস্থলে এসে আগুন নিভায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ বলেন, যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে আমাদের আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কে বা কারা আগুন দিয়েছে বা কিভাবে আগুন লেগেছে এখনই তা বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল