রাজধানীর দক্ষিণখানে গোয়ালটেকে একটি গরুর মাংসের দোকান থেকে খাইরুল হোসেন (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। নিহত ব্যক্তি পেশায় কসাই ছিলেন। নিহতের দোকান থেকেই তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।
তিনি জানান, নিহত খাইরুল থাকতেন উত্তর বাড্ডা বেরাইদ এলাকায়। দক্ষিণখান গোয়ালটেকে তার একটি মাংসের দোকান আছে। সেই দোকান থেকেই মুখমণ্ডল ও ঘাড়ে ধারালো আঘাত অবস্থায় রক্তাক্ত খাইরুলের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, আজ সকালে নিহতের মামা সেই দোকানে গিয়ে সাটার বন্ধ অবস্থায় পায়। খাইরুলকে ডাকতে থাকেন তিনি। কোনো সাড়া না পেয়ে এক পাশ দিয়ে উঁকি দিয়ে দেখেন কাঁথা মোড়ানো রক্তাক্ত অবস্থায় খাইরুল পড়ে আছেন।
তিনি জানান, বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ