রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: আরমান আলী (২৬) নামে এক গাড়ি চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে রাত ৮ টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মো: আরমান আলীর সহর্কমী জাহিদুল ইসলাম জানান, বিকালে কাজ শেষে বাসায় ফেরার পথে কাওলা রেললাইনের পাশে কয়েকজন ছিনতাইকারী আরমানের পথরোধ করে দাঁড়ায়। ছিনতাইকারীরা তার মোবাইলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সেখানে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারা তার পেটে ও উড়ুতে ছুরিকাঘাত করে।
আহত অবস্থায় আরমান নিজেই স্থানীয় আর রাহা হাসপাতালে যান। সেখান থেকে তার সহকর্মীদের ফোনে খবর দেন।সেখান থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ধনারপাড় গ্রামের নুরুল ইসলাম এর ছেলে আরমান। তার বাবা একজন কৃষক। এক ভাই এক বোনের মধ্যে আরমান ছিলেন ছোট। ২০২২ সালে চাকরিতে যোগদান করেন আরমান।
বিডি প্রতিদিন/হিমেল