রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রজেক্টের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
এর আগে, ১টা ২২ মিনিটে ১৬তলা ওই আবাসিক ভবনের পাঁচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়েছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ